• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বিয়ের কয়েক ঘণ্টার মধ্যে নবদম্পতির আত্মহত্যা


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২২, ২০২২, ০৯:৪৭ এএম
বিয়ের কয়েক ঘণ্টার মধ্যে নবদম্পতির আত্মহত্যা

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পরিবার মেনে না নেওয়ায় বিয়ের কয়েক ঘণ্টার মধ্যে আত্মহত্যা করেছে এক নবদম্পতি।

সোমবার (২১ মার্চ) রাত ১০টার দিকে মাঝিহট্ট ইউনিয়নের দামগারা কারিগর পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাঝিহট্ট ইউনিয়নের দামগারা কারিগর পাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে মো. সবুজ (২১) ও পাশের গ্রামের মাসিমপুর চালুঞ্জা তালুকদারপাড়া মো. রাজ্জাকের মেয়ে মার্জিয়া জান্নাত (১৯)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দিনমজুর সবুজের সঙ্গে কলেজছাত্রী জান্নাতের প্রেমের সম্পর্ক ছিল। ছয় মাস আগে তারা পরিবারকে না জানিয়ে বিয়ে করেন। জান্নাতের পরিবার ঘটনাটি জানার পর তাৎক্ষণাৎ তাদের তালাক করায়। ১৫ দিন আগে স্থানীয় এক প্রবাসী যুবকের সঙ্গে ফোনে জোর করে জান্নাতের বিয়ে দেয় পরিবার।

সোমবার জান্নাত ও সবুজ আবারও পালিয়ে গিয়ে বিয়ে করেন। প্রেমের বিয়ে আবারও জান্নাতের পরিবার মেনে না নেওয়ায় সবুজ নববধূকে নিয়ে নিজ বাড়িতে ওঠেন। রাতে জান্নাতের পরিবার তাকে সবুজের বাড়ি থেকে নিয়ে যায়। রাতে সবুজ ও জান্নাত ফোনে কথা বলতে শুরু করেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। রাত ১০টার দিকে ফোনে কথা বলা অবস্থায় জান্নাত কীটনাশক পান করেন। ফোনে থাকায় সবুজ বুঝতে পারেন জান্নাত বেঁচে নেই। এরপরেই তিনি নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, নবদম্পতি প্রেম করে বিয়ে করেছিলেন। তাদের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!