নীলফামারীতে বিশ্ব এইডস দিবস উদযাপন উপলক্ষে সিভিল সার্জন অফিসের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি আয়োজন করা হয়।
‘সমতার বাংলাদেশ এইডস ও অতিমারী হবে শেষ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১ ডিসেম্বর ২০২১) সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে বিশ্ব এইডস দিবস উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।
এইডস কেবল যৌনসঙ্গমের কারণে নয়, মূলত এটি রোগীর ব্যবহৃত দ্রব্যাদি ব্যবহার করলেও ছড়ায়। তাই রোগীকে নয় বরং রোগকে ঘৃণা করতে হবে বলে মন্তব্য করেছেন নীলফামারীর সিভিল সার্জন ও বিশ্ব এইডস দিবসের আলোচনা সভার সভাপতি ডা. জাহাঙ্গীর কবির।
জাহাঙ্গীর কবির অনুষ্ঠানে উপস্থিত সকল নার্সিং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা আজ শিক্ষার্থী, আগামীতে পূর্ণাঙ্গ নার্স হবেন। তাই আপনাদের দ্বারা কোনো এইডস রোগী মনে ব্যথা না পায়; সেদিকে লক্ষ্য রাখতে হবে।”
এসময় বক্তব্য রাখেন জেনারেল হাসপাতালের কনসালটেন্ট ইএনটি ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেবুল হোসেন, সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. মাসুদুল হক, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল কাদের প্রমুখ।
পরে একটি র্যালি বের হয়। এতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও নীলফামারীর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।