• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

বিরিশিরিতে গারোদের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব


নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১, ০২:৩৪ পিএম
বিরিশিরিতে গারোদের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব

নেত্রকোণা দুর্গাপুরের বিরিশিরিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে শনিবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী গারোদের ওয়ানগালা উৎসব।

গারোদের জন্য ওয়ানগালা প্রধান উৎসব। প্রতি বছর ধানশস্য ঘরে তোলার পর সূর্য দেবতাকে খুশি করতেই এই উৎসবের আয়োজন করে পাহাড়ি আদিবাসীরা।

সকালে দুর্গাপুরের বিরিশিরি কালচারাল একাডেমির সভাপতি ও নেত্রকোণার জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং, জেলা পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিবুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক সুজন হাজং।

‘ওয়ানা’ শব্দের অর্থ হচ্ছে দেবদেবীর দানের দ্রব্যসামগ্রী আর ‘গালা’ শব্দের অর্থ উৎসর্গ করা। এদের বিশ্বাস, দেবতা মিসি সালজংয়ের নির্দেশেই সূর্য বীজ থেকে চারার অঙ্কুরোদ্‌গম হয় ও তার পরিপক্বতা ঘটায়। তাই ফসল গ্রহণের আগে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এ উৎসবে। একে নবান্ন বা ধন্যবাদের উৎসবও বলা হয়ে থাকে।

Link copied!