• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার 


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২২, ২০২১, ০৯:০৪ পিএম
বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার 

ফরিদপুরে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ আগস্ট) সদর উপজেলার বিশ্বাস ডাংগী (অম্বিকাপুর) এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বন্যার পানিতে জাল ফেলে মাছ ধরতে যান অম্বিকাপুর গ্রামের রিয়াদ নামের এক যুবক। একপর্যায়ে তার জালে বিরল প্রজাতির হলুদ রঙের কচ্ছপটি ধরা পড়ে। পরে ফরিদপুর জেলা সামাজিক বন বিভাগ খবর পেয়ে কচ্ছপটি উদ্ধার করে।

ফরিদপুর বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা মো. কবির হোসেন পাটোয়ারী বলেন, কচ্ছপটি একেবারেই নতুন প্রজাতির। বিষয়টি খুলনা বিভাগীয় বন্য প্রাণী কর্মকর্তাকে জানানো হয়েছে। তারা এলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Link copied!