• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

বিজিবির মেডিকেল ক্যাম্পেইন


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১, ০৯:৫১ পিএম
বিজিবির মেডিকেল ক্যাম্পেইন

সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিজিবির আয়োজনে মেডিকেল ক্যাম্পেইনে গরীব রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকালে ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পেইন উদ্বোধন করেন ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ।

মেডিকেল ক্যাম্পেইনে বিশেষজ্ঞ চিকিৎসক এবং মেডিকেল অফিসার কর্তৃক রোগ নির্ণয় করে ৩০০ রোগীকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। 

এ সময় লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বলেন, “সাতক্ষীরা ব্যাটালিয়নের সদস্যরা জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি সাতক্ষীরার সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে বিজিবি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখবে। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বৎসর ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিজিবি।”

মেডিকেল ক্যাম্পেইন তারই ধারাবাহিকতার অংশ বলে উল্লেখ করেন বিজিবি অধিনায়ক। 
 

Link copied!