• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২১, ০৯:৫৫ পিএম
বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ

ফেনীতে বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে লিবার্টি পৌর মার্কেটে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে যুবলীগের উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীবের সঞ্চালনায় সভায় যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে যুবলীগের উদ্যোগে শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি পৌর চত্বর থেকে বের হয়ে ট্রাংক রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলের অগ্রভাগে ছিলেন জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, সাংগঠনিক সম্পাদক খোকন হাজারী, ইকবাল ফয়সাল, পৌর যুবলীগের সভাপতিত্বে রফিকুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু প্রমুখ।

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ফেনীর ওয়াপদা মাঠে বিএনপি সমাবেশ ডাকলে একইস্থানে যুবলীগও কর্মী সমাবেশ ডাকে। এ পরিস্থিতিতে জেলা প্রশাসন ওই স্থানে ১৪৪ ধারা জারি করে। ফলে বুধবার সকালে বিএনপি ১৪৪ ধারা উপেক্ষা করে শহরের তাকিয়া রোডস্থ এলাকায় সমাবেশ করে। পরে পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়ে যায়।

Link copied!