• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

বাড়ির আঙিনায় গাঁজা চাষ, যুবক আটক


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১, ১২:১৭ পিএম
বাড়ির আঙিনায় গাঁজা চাষ, যুবক আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাড়ির আঙিনায় গাঁজা চাষ করায় এক যুবককে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে ওই যুবককে বিচারিক আদালতে সোপর্দ করে পুলিশ।

আটক ওই যুবকের নাম মো. মনির হোসেন (৩০)। মনির উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিনের ছেলে।

সোমবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরপূর্বানী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ির আঙিনায় চাষ করায় দুটি গাঁজা গাছসহ অভিযুক্ত মনিরকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

Link copied!