• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ২


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২, ০৭:৪৩ পিএম
বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ২
দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যান। ছবি : সংগৃহীত

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

শনিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার শালবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, সকাল সাড়ে ৮টায় হিলি থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহণের একটি বাস জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের ক্ষেতলালের শালবন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপ ভ্যানচালক মাসুদ রানা (৩৫) নিহত হন এবং ওই ভ্যানের হেলপার আহত শ্রী মনোরঞ্জনকে (৩৬) জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। 

নিহত চালাক মাসুদ রানা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বালুবাজান গ্রামের মৃত নাজিমদ্দিনের ছেলে এবং হেলপার একই উপজেলার দুর্লভপুর গ্রামের বিশ্বনাথ মন্ডলের ছেলে। 

দুর্ঘটনার পর ক্ষেতলাল থানা পুলিশ ও ক্ষেতলাল ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। এ সময় ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ দুর্ঘটনাস্থল পরির্দশন করেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে ক্ষেতলাল থানায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল জানান, ময়নাতদন্ত শেষে নিহত দুজনের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। 

এ বিষয়ে থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

Link copied!