• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাস-পিকআপ সংঘর্ষে চালক-হেলপারের মৃত্যু


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: জুন ৭, ২০২২, ০৮:৪৯ পিএম
বাস-পিকআপ সংঘর্ষে চালক-হেলপারের মৃত্যু

নাটোরের লালপুরে বাস ও পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিকআপের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) ভোরে বনপাড়া-পাবনা মহাসড়কের লালপুর উপজেলার কদমচিলান ইউনিয়নের ক্লিকমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চালক টাঙ্গাইল সদরের বিল গারিন্দা গ্রামের মো. রমজান আলীর ছেলে আপন মিয়া (২০) ও হেলপার বাশাইল পশ্চিমপাড়া গ্রামের হাজি মঞ্জুর ছেলে মোয়াজ্জেম হোসেন (৩০)।

বনপাড়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে বনপাড়া-পাবনা মহাসড়কের লালপুরের কদিমচিলান ইউনিয়নের ক্লিকমোড় এলাকায় পঞ্চগড় থেকে বরিশালগামী গোল্ডেন লাইন বাস সঙ্গে পাবনা থেকে টাঙ্গাইলগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চালক ও হেলপারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় চালকের মৃত্যু হয়। পরে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেলপারও মৃত্যু হয়।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বলেন, “ঘটনাস্থল থেকে বাস ও পিকআপ জব্দ করে থানায় আনা হয়েছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!