• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

বাস-পিকআপ ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৮:৫৪ এএম
বাস-পিকআপ ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মালবাহী পিকআপ ও লবণ বোঝাই ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। 

রোববার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার খুটাখালীর মেধাকচ্ছপিয়ার মইক্ক্যাঘোনার ঢালায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো: সাহেদ  জানান, চকরিয়ার মইক্ক্যাঘোনার ঢালায় কক্সবাজার থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে মালবাহী পিকআপ ও লবণ বোঝাই ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ও বাসের এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ সময় ১০-১৫ জন আহত হয়েছেন। পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লবণ বোঝাই ভ্যানটি পিকআপকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করিয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Link copied!