• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

বাস-ট্রাক্টরের সংঘর্ষে নিহত ৩


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ০৯:১৫ এএম
বাস-ট্রাক্টরের সংঘর্ষে নিহত ৩

নওগাঁর বদলগাছী উপজেলার পয়নারী এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

বুধবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার বদলগাছী-পত্নীতলা আঞ্চলিক সড়কের পয়নারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বদলগাছী উপজেলার সোয়াসা গ্রামের আব্দুল জব্বারের ছেলে বাসচালক আব্দুর রশিদ (৩৭) ও একই গ্রামের জিতু পাহানের ছেলে গিরিজ পাহান (৩৫)। পরে নওগাঁ সদর হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়। তবে শিশুটির পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে মাতাজিহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মতিন বলেন, “একটি যাত্রীবাহী বাস পত্নীতলা থেকে নওগাঁ শহরের দিকে যাচ্ছিল। বদলগাছী-পত্নীতলা আঞ্চলিক সড়কের পয়নারী এলাকায় পৌঁছালে বদলগাছী থেকে যাওয়া একটি ট্রাক্টরের সংঘর্ষ হয়। এসময় ট্রাক্টরটি উল্টে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। এ সময় বাসটি রাস্তার পাশে আমগাছের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত হন। আহত হন বাসের ১৫ যাত্রী। আহতদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।”

পরে নওগাঁ সদর হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!