কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পাগলিরবিল এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন।
বুধবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।