• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বাস-জিপের সংঘর্ষে নিহত ১, আহত ১০


হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২২, ০৪:৩৫ পিএম
বাস-জিপের সংঘর্ষে নিহত ১, আহত ১০
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে যাত্রীবাহী বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। পরে আহতদের গুরুতর অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ৩টায় এ ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম। তবে তাৎক্ষণিক নিহত ব্যক্তির নামপরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, “কুমিল্লা ট্রান্সপোর্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেট যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহপুরে আসার পর বিপরীত দিক থেকে আসা একটি জিপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জিপ গাড়ির চালক মারা যান।”

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান, নিহত ব্যক্তি জিপ গাড়ির চালক। আহতরা একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করেন। কোম্পানিতে যাওয়ার পথে এ ঘটনাটি ঘটেছে।

মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

Link copied!