• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

বাসচাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের ২ যাত্রী নিহত


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৬, ২০২২, ০৩:৫৮ পিএম
বাসচাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের ২ যাত্রী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলা শহরের বোয়ালিয়া গাইবান্ধা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালকের নাম শাহাজাহান আলী (৫০)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়ার গ্রামের শিববারী পাড়ার বাসিন্দা। অপর নিহত ফরিদ শেখ (২২) একই উপজেলার নয়াপাড়া কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।

আর আহতরা হলেন ফুলবাড়ী ইউনিয়নের সোহাগী গ্রামের বাসিন্দা এজাদুল ইসলাম (৩৫) ও মালাধর গ্রামের হামিদুল ইসলাম (৩৩)।
 

Link copied!