• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২১, ০৩:০৯ পিএম
বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২

ফরিদপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুই জন।

সোমবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলা সদরের মল্লিকপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামের সুবাস চন্দ্র দাসের ছেলে ডা. সুব্রত কুমার দাস (৩৫) ও একই উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামের আ. সালাম মোল্যার ছেলে মাইক্রোবাসের চালক মনির হোসেন মঞ্জু (৪০)। 

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, মাইক্রোবাসটি ফরিদপুরের বোয়ালমারী থেকে ঢাকা যাচ্ছিল। পথে ফরিদপুর-খুলনা মহাসড়কের মল্লিকপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী দিগন্ত পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা দুইজন নিহত হন। 

মাইক্রোবাসে থাকা অপর দুই যাত্রী ডা. প্রণয় কান্তি লস্কর ও ডা. সমীর কুমার বালা আহত হয়েছেন। 

এ ব্যাপারে করিমপহর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ বলেন, ঘাতক বাসটির চালক পালিয়ে গেছে। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!