• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

বাসাইলে ৮ কোটি টাকা ব্যয়ে সেতুর উদ্বোধন


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১, ০৬:১৫ পিএম
বাসাইলে ৮ কোটি টাকা ব্যয়ে সেতুর উদ্বোধন

টাঙ্গাইল-বাসাইল সড়কের লাঙ্গুলিয়া নদীর ওপর ৮ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হয়েছে।

বৃহস্পতিবার সেতুটি উদ্বোধন করা হয়। টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের সকালে আনুষ্ঠানিকভাবে এ সেতুর উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ওলিউর রহমান, বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, সহকারী কমিশনার ভূমি নাহিয়ান নূরেন, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক, সোহানুর রহমান সোহেলসহ অন্যরা।

প্রায় দেড় বছর আগে এ সড়কের লাঙ্গুলিয়া সেতুর ওপর ব্রিজটি ভেঙে পড়ে। ফলে বাসাইল ও সখীপুর উপজেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে জেলা সদরের। দ্রুত এ ব্রিজটি নির্মাণের পর মানুষের কষ্ট লাঘব হয়। ৬৯ দশমিক ১৫৫ মিটার দীর্ঘ লাঙ্গুলিয়া সেতু নির্মাণে ব্যয় হয় ৮ কোটি ৪৫ লাখ ৮২ হাজার টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান হাসান টেকনো রানা বিল্ডার্স এ ব্রিজটি নির্মাণ করে।

Link copied!