বগুড়ার শাহাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী শেখ সিফাতুল্লাহ (১৬) নিহত হয়েছে। এ ঘটনায় মোহাম্মাদ হাসান (২০) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার কাঁটাবাড়িয়া দক্ষিণপাড়া এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত সিফাতুল্লাহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ছাত্র এবং সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ওয়াহেদুজ্জামানের ছেলে। তবে তিনি পরিবারের সঙ্গে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় ভাড়া থাকতেন।
দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে শাহাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, নিহত সিফাতুল্লাহ ও হাসান মোটরসাইকেল করে বগুড়া থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে সিফাতুল্লাহর মৃত্যু হয়। বাসটি ঘটনাস্থল দ্রুত চলে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সিফাতুল্লাহর লাশ হাইওয়ে পুলিশ হেফাজতে নিয়েছে।
এসআই আরিফুল আরও জানান, দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী মোহাম্মাদ হাসান গুরুতর আহত হয়েছেন। স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেছে।