বন্ধ হয়ে যাওয়া বাল্লা স্থলবন্দরের উন্নয়নকাজ প্রশাসনের হস্তক্ষেপে আবারও পুরোদমে শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ভারত সীমান্তবর্তী কেদেরাকোটে বাংলাদেশের ২৩তম স্থলবন্দর এলাকার কয়েকজন ভূমি মালিক বন্দোবস্তের টাকা না পেয়ে গত মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল থেকে বন্দরের চলমান উন্নয়নকাজে বাধা দিলে ঠিকাদাররা কাজ বন্ধ রাখেন।
পরে বুধবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকসহ সংশ্লিষ্ট বিভাগের লোকজন ঘটনাস্থলে যান। ভূমি মালিকদের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনা শেষে একপর্যায়ে উপজেলা প্রশাসনের শর্ত মেনে নেন ভূমি মালিকরা। এরপরই ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পুনরায় শুরু করে।
আলোচনায় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী রুহুল আমিন, উপসহকারী প্রকৌশলী আবুল খায়ের, চুনারুঘাট থানার এসআই লিটন ঘোষ, জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভেয়ার নুরুর রহমান হারুন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শহীদুল ইসলাম সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারীরা এবং বাল্লা স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক কল্যাণ সমিতির সভাপতি মো. জালাল উদ্দিন খান ও মো. জাবেদ খান।