• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

বাবা নতুন মোটরসাইকেল চালক, ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২২, ০৮:৩০ পিএম
বাবা নতুন মোটরসাইকেল চালক, ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর

পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাকের চাপায় সূর্য (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকালে জেলার বোদা উপজেলার বোদা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সূর্য বোদা পৌরসভার নগরকুমারী এলাকার শুভ ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, বিকালে বাবার সঙ্গে মোটরসাইকেলযোগে বেড়াতে বের হয় শিশু সূর্য। বাবা নতুন মোটরসাইকেল চালক। ছেলের আবদার রাখতে শুভ ফুফাতো ভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। চলন্ত অবস্থায় আচমকা ব্রেকে হাত দিলে পিছনে থাকা শিশু সূর্য মোটরসাইকেলে থেকে ছিটকে পড়ে যায়। এসময় পিছনে থাকা একটি ট্র্যাক তাকে চাপা দেয়। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত শিশুটিকে উদ্ধার করে বোদা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সূর্যকে মৃত ঘোষণা করেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ঘটনাটি নিশ্চিত করেন। 

Link copied!