• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

বাবা ও ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার


নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১, ১০:৩৪ এএম
বাবা ও ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার

নেত্রকোনায় আবদুল কাইয়ুম (৩২) ও দুই বছরের ছেলে আহনাব শাকিলের লাশ উদ্ধার করেছে মডেল থানা-পুলিশ। 
 
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে পৌরসভার নাগড়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

আবদুল কাইয়ুম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভতরের খামার গ্রামের আক্কাস সরদারের ছেলে। তিনি নেত্রকোনায় ঔষধ প্রশাসনে চাকরি করতেন এবং নাগড়া এলাকায় বাড়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন।
 
আবদুল কাইয়ুমের স্ত্রী সালমা আক্তার জানান, নেত্রকোনা পৌরসভার নাগড়া এলাকায় মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন স্মৃতি সড়কের রুহুল আমীনদের বাসার চতুর্থ তলায় প্রায় সাত বছর ধরে তারা বসবাস করছেন। প্রতিদিনের মতো বুধবার রাতের খাবার খেয়ে রাত ১টার দিকে তারা এক রুমে ঘুমিয়ে পড়েন। ভোর ৫টায় উঠে পাশের রুমে স্বামী ও সন্তানের ঝুলন্ত লাশ দেখতে পান।

পরে সালমা আক্তার স্বামী ও সন্তানের লাশ নামিয়ে ফেলেন। সকালে বাসার দরজা খুলে বিষয়টি এলাকাবাসীকে জানান। এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ এখনো মৃত্যুর কারণ জানাতে পারেনি। 
 
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে সন্তানকে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে পরে আবদুল কাইয়ুম নিজেও আত্মহত্যা করেন। ময়নাতদন্তের জন্য দুজনের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Link copied!