• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০,

বাড়তি দামে সার বিক্রি করায় দোকানে তালা


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ০৫:০৭ পিএম
বাড়তি দামে সার বিক্রি করায় দোকানে তালা

নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সার বিক্রি করায় ফেনীর পরশুরাম বাজারে সার ডিলারদের দোকান বন্ধ করে দিয়েছেন পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে পরশুরাম উপজেলার অনুমোদিত ডিলার সরকারের নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে প্রতি কেজিতে ৫ থেকে ১০ টাকা প্রতি বস্তায় ৩০০ থেকে ৪০০ টাকা বেশি দামে বিক্রি করে যাচ্ছে। কৃষকরা চলতি মৌসুমে একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তাকে অভিযোগ করেও কোনো সুফল না পাওয়ায় ক্ষতিগ্রস্ত ও ক্ষুব্ধ কৃষকরা বৃহস্পতিবার পৌর মেয়রের কাছে অভিযোগ দেন।

উপজেলা কৃষি অফিস জানায়, উপজেলায় সাতটি অনুমোদিত ডিলার রয়েছে। কৃষকরা অভিযোগ করেন সার ডিলাররা সকলে একই সিন্ডিকেটের, তারা সিন্ডিকেট করে বাড়তি দামে সার কিনতে বাধ্য করেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খুরশিদ হাসান জানান, বাড়তি দামে সার বিক্রির অভিযোগ তিনি শুনেছেন। আজ সকাল থেকে সার দোকান বন্ধ করার বিষয়টিও তিনি শুনেছেন।

পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল জানান, সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে পরশুরাম বাজারের সার ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সারের কৃত্রিম সংকট দেখিয়ে কৃষকদের বাড়তি দামে সার কিনতে বাধ্য করছে। সরকারের নির্ধারিত দামে বিক্রির প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত দোকান বন্ধ থাকবে বলে তিনি জানান।
 

Link copied!