পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের দারগাংঙের বড়খাল নামক স্থানে মাছ ধরার সময় বাঘের আক্রমণে পড়েন আবু হায়াত ঢালী (৪৫)। আক্রমণে ভয় না পেয়ে বাঘের সঙ্গে যুদ্ধ করে জীবিত বাড়ি ফিরলেন এই জেলে।
আবু হায়াত ঢালী উপজেলার রমজাননগর ইউনিয়নে টেংরাখালী গ্রামের মৃত আহছান ঢালীর ছেলে।
রোববার (৬ ফেব্রুয়ারি) কৈখালী ফরেস্ট স্টেশন অফিস থেকে বৈধ পাশ পারমিট নিয়ে দুই সহযোগীসহ আবু হায়াত ঢালী সুন্দরবনের দারগাংঙের বড়খাল নামক স্থানে মাছ ধরতে যান। রাত সাড়ে ১২টার দিকে একটি বাঘ আবু হায়াত ঢালীকে আক্রমণ করে। এ সময় ঢালী ও তার সহযোগীরা বাঘের সঙ্গে যুদ্ধ করে রক্ষা পায়।
হায়াত আলী ঢালী শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ফিরে আসা জেলে বাবলু ও নুর ইসলাম বলেন, “আমরা ৬ ফেব্রুয়ারি মাছ ধরতে যাই। রাত সাড়ে ১২টার দিকে একটি বাঘ আবু হায়াত ঢালীকে আক্রমণ করে। পরে আমরা লাঠি নিয়ে বাঘের সঙ্গে যুদ্ধ করে ঢালীকে জীবিত অবস্থায় ফিরিয়ে নিয়ে আসি।”