‘বাংলাদেশ-নেপাল সড়ক যোগাযোগের উদ্যোগ’


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ০৬:৫৫ পিএম
‘বাংলাদেশ-নেপাল সড়ক যোগাযোগের উদ্যোগ’

ভারতের শিলিগুড়ি করিডোর ব্যবহার করে সড়ক পথে নেপালের সঙ্গে সহজ যোগাযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডা. বংশিধর মিশ্র।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী নাকুঁগাও স্থলবন্দর পরিদর্শনকালে এর সম্ভাব্যতা যাচাই শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন বংশিধর মিশ্র।

রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ ও নেপালের সম্পর্ক বন্ধুর মতো। জাতিগতভাবে আমরা প্রায় একি। এই দুই দেশের মানুষের মধ্যে সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য ও মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক বৃদ্ধির লক্ষে আমরা কাজ করছি। তারই ধারাবাহিকতায় ভারতের শিলিগুড়ি করিডোর ব্যবহার করে সড়ক পথে নেপালের সঙ্গে সহজ যোগাযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।”

ডা. বংশিধর মিশ্র আরও বলেন, করোনা মহামারির পর বাংলাদেশের সঙ্গে আরও বেশ কিছু চুক্তি সম্পাদন করতে পারব বলে আশা করছি। তাই এখানকার যোগাযোগ ব্যবস্থা ও সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করে গেলাম। পরবর্তীতে চুক্তি করার লক্ষ্যে এ বিষয়গুলো কাজে আসবে।” 

যেহেতু এই বন্দর দিয়ে ভুটানের সঙ্গে যোগাযোগ রয়েছে, তবে নেপালের সঙ্গে কেন নয় উল্লেখ করে তিনি বলেন, “নেপালের সঙ্গে যোগাযোগের জন্য এই স্থলবন্দর হতে পারে ভালো একটি মাধ্যম।”

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিকসহ অনেকে।

Link copied!