• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

দেশের ভালো বিএনপি চায় না : আইনমন্ত্রী


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: মে ২৭, ২০২২, ০১:০৭ পিএম
দেশের ভালো বিএনপি চায় না : আইনমন্ত্রী
ফাইল ছবি

বাংলাদেশের কিছু ভালো হোক, বিএনপি তা চায় না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (২৭ মে) সকালে আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর ও চানপুর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসে এ মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, “বাংলাদেশের জনগণের অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু আওয়ামী লীগ সরকার বানাতে পেরেছে সেটা বিএনপির সহ্য হচ্ছে না। এ জন্য তারা অপপ্রচারে লিপ্ত রয়েছে। বাংলাদেশের কিছু ভালো হোক, সেটা তারা (বিএনপি) চান না।”

আইনমন্ত্রী আরও বলেন, “সহ্য হচ্ছে না বলেই তারা সেতু নিয়ে নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে। বিএনপি মিথ্যা বলতে ও সন্ত্রাসী কার্যক্রম করতে অভ্যস্ত। বাংলাদেশের কিছু ভালো হলে এ জন্য তারা হিংসায় মরে।”

দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে আনিসুল হক বলেন, “যারা দুর্নীতিতে জড়িত, তাদের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের দুর্নীতিতে আরও যদি কেউ জড়িত থাকে, আর সেটা যদি সারা দেশের যেকোনো জায়গায় হয় তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!