• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

‘বস্তির মেয়ে’ বলায় স্কুলছাত্রীকে পিটিয়ে জখম


গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১০, ২০২২, ০৮:৪৮ এএম
‘বস্তির মেয়ে’ বলায় স্কুলছাত্রীকে পিটিয়ে জখম

গাইবান্ধার পলাশবাড়িতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ইনবক্সে বস্তির মেয়ে বলে কটাক্ষ করায় এক স্কুলছাত্রীকে বেধড়ক পিটিয়েছেন মোত্তালিব সরকার বকুল নামের এক ব্যক্তি। 

মঙ্গলবার (৮ মার্চ) রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত মোত্তালিব পলাশবাড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। 

নির্যাতিত ওই ছাত্রীর নাম মেধা। সে গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মেধা প্রফেসর পাড়ায় দীপঙ্কর নামে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায়। এ সময় মোহনা নামের আরেক শিক্ষার্থী সেখানে উপস্থিত হয়ে তাকে পড়ার রুম থেকে বের হওয়ার জন্য বলে। মেধা কথা না শোনায় তাকে টেনে হিঁচড়ে বের করে চড়-থাপ্পড় মারে মোহনা। এ সময় প্রাইভেট শিক্ষক বিষয়টি মীমাংসা করে দেন।

পরে মোহনা তার বাবা মোত্তালিব সরকার বকুলকে ফোন করে জানায় তাকে মারধর করা হয়েছে। ফোন পেয়ে মোহনার বাবা ও মা ঘটনাস্থলে এসে ওই মেধাকে বাঁশের লাঠি দিয়ে মারধর করে। এক পর্যায়ে মেধা অজ্ঞান হয়ে পড়লে তাকে উদ্ধার করে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মাহাফুজ সিদ্দিক টিপু জানান, মেধা এখন হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। 

অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা বকুল জানান, তার মেয়ে মোহনা আক্তার মোবাইল ফোনে তাকে মারধর করছে জানালে তিনি এবং তার স্ত্রী ঘটনাস্থলে যান। সেখানে তার মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখে ওই ছাত্রীটিকে কয়েকটি থাপ্পড় মারেন। 

এ ব্যাপারে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, “এ ঘটনার অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!