• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

বলাৎকারের মামলায় মাদ্রাসাশিক্ষক কারাগারে


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১, ০৫:৪৩ পিএম
বলাৎকারের মামলায় মাদ্রাসাশিক্ষক কারাগারে

সিরাজগঞ্জে শাহজাদপুরে মাদ্রাসাছাত্রকে (৮) বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় আরিফুল ইসলাম নামে এক মাদ্রাসাশিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে শাহজাদপুর আমলী আদালতের বিচারক তাকে কারাগারো পাঠানোর নির্দেশ দেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, সোমবার (২৩ আগস্ট) দুপুরে ৮ বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগে তার বাবা বাদী হয়ে আরিফুল নামে ওই শিক্ষককে আসামি করে মামলা দায়ের করেন। ওইদিন রাতেই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, নির্যাতিত শিশুটি উপজেলার পোতাজিয়া ইউনিয়নে অবস্থিত আলোকদিয়ার সুবহানিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। শনিবার মাদ্রাসা থেকে বাড়ি চলে যায়। সোমবার সকালে তার মা তাকে মাদ্রাসায় যেতে বললে নাহিদুল তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এবং মাদ্রাসায় যেতে অস্বীকৃতি জানায়।

এক পর্যায়ে শিশুটি তার মায়ের কাছে বলে, ওই মাদ্রাসার সহকারী শিক্ষক আরিফুল ইসলাম গত ১৬ আগস্ট তাকে বাথরুমে নিয়ে গিয়ে বলৎকার করেছেন। বিষয়টি জানার পরই শিশুটির বাবা থানায় গিয়ে মামলা দায়ের করেন।

Link copied!