• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বরিশালে ভুয়া ডাক্তার আটক


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১২, ২০২২, ০২:৫৬ পিএম
বরিশালে ভুয়া ডাক্তার আটক

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাকিবুল ইসলাম নামের এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে। 

শনিবার (১২ মার্চ) দুপুর ১২.৪৫ মিনিটের দিকে হাসপাতালের শিশু মেডিসিন ওয়ার্ড থেকে তাকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

আটক রাকিবুল ঝালকাঠি শহরের পেট্রোল পাম্প সংলগ্ন মালেক রাজের বাড়ির বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।

হাসপাতালের শিশু মেডিসিন ওয়ার্ডে ডিউটিরত ডাক্তার মো. ফয়সাল জানান, ভুয়া ডাক্তার পরিচয়ে হাসপাতালে ঘোরাঘুরি করছিল রাকিব। পরে তাকে ধরে পরিচালকের কাছে নেওয়া হয়। সেখান থেকে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ডুমুল রায় বলেন, “ভুয়া ডাক্তার পরিচয়ে এক তরুণকে ধরে আমাদের কাছে সোপর্দ করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা করলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।”

Link copied!