বান্দরবান সদর উপজেলা বেথানী পাড়ায় বম সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নবান্ন উৎসব ফাথার বুহ্ তেম ও লোকসাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ নভেম্বর) ওই গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পাবর্ত্য জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
অনুষ্ঠান শুরুতে উৎসব উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। এরপরে বমদের তৈরি প্রায় ৩০ ধরনের পিঠা ও জুমে ব্যবহৃত যন্ত্রপাতি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ সদস্য সিয়ং খুমী।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট উপ-পরিচালক মংনুচিং, রেড ক্রিসেন্ট সদস্য গাবলিয়ান ত্রিপুরা প্রমুখ।