• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

সুন্দরবনের গাছ কেটে ফেলার অভিযোগ


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ০৮:৪৬ এএম
সুন্দরবনের গাছ কেটে ফেলার অভিযোগ

পূর্ব সুন্দরবনের শরণখোলা উপজেলার চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের বন প্রহরীদের সহযোগিতায় সুন্দরবনের গাছ কেটে ফেলা হচ্ছে  বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা অভিযোগ করেন, গত ১৩ জানুয়ারি সকালে প্রকাশ্যে কলমতেজী টহল ফাঁড়ির বন প্রহরীদের উপস্থিতিতে প্রায় ১০টি রেনট্রি গাছ কাটা হয়েছে। এলাকার রাজনৈতিক পরিচয়ের প্রভাবশালী একটি চক্র বন প্রহরীদের টাকা দিয়ে গাছগুলো কেটে ফেলছে।

এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, গাছগুলো বন বিভাগের সামজিক বনায়ন কর্মসূচির গাছ। টাকার বিনিময়ে সুন্দরবনের গাছ কাটার ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।

স্থানীয় গাড়ি চালক বেলাল বলেন, "আমি নিজে ওই গাছ বহন করতে বাধ্য হয়েছি। এ ধরনের ঘটনা মানা যায় না। এ ঘটনার মূলহোতা বন প্রহরী রফিকুল ইসলাম। তিনি নিজেই দাঁড়িয়ে থেকে এসব করিয়েছেন। আওয়ামী লীগ নেতার পরিচয়ে চলা কামাল তালুকদারের নেতৃত্বে তার চোরা কারবারী চক্র ওই গাছগুলো সুন্দরবন থেকে কেটে পাচার করে নেয়। কামাল তালুকদার উত্তর রাজাপুর এলাকার মৃত মোশারেফ তালুকদারে ছেলে।"

গাড়ি চালক আরো জানান, "শুধু রফিকুল ইসলামই নন, এর সুবিধা নিয়ে থাকেন স্টেশন কর্মকর্তা আব্দুস সবুরসহ সেখানকার অন্যরাও।"

এদিকে অভিযোগের বিষয়ে বন প্রহরী রফিকুল ইসলাম বলেন, "এমন কোন ঘটনাই ঘটেনি।"

স্টেশন কর্মকর্তা আব্দুস সবুর বলেন, "এ রকম কোন ঘটনা আমার জানা নাই। তবে বন বিভাগের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।"

এ বিষয়ে পূর্ব সুন্দরবনের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামূল হক বলেন, "আমি দুটি গাছের গোড়া দেখেছি। এই বিষয়ে তদন্ত করা হবে। সেই অনুযায়ী ব্যবস্থা নেব।"

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!