• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ০৮:২৭ পিএম
বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

কক্সবাজারের রামু উপজেলায় বন্য হাতির আক্রমণে সৈয়দ আলম (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (৬ মার্চ) সকালে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝির কাঁটা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সৈয়দ আলম রামু গর্জনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত মোহাম্মদ ইসলামের ছেলে।

গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, “সকালে ক্ষেতে কাজ করতে যাচ্ছিলেন সৈয়দ আলম। এ সময় মাঝির কাঁটা পাহাড় এলাকায় একটি বন্য হাতি তার ওপর হামলা করলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন বলেন, “ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!