• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

বনভোজন থেকে ফেরার পথে ট্রলি উল্টে দুই শিক্ষার্থীর মৃত্যু


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২, ১০:৫৮ এএম
বনভোজন থেকে ফেরার পথে ট্রলি উল্টে দুই শিক্ষার্থীর মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে বনভোজন শেষে বাড়ি ফেরার পথে যাত্রীবোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন শিক্ষার্থী। 

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কলাকান্দা-দিয়ারচর এলাকার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন শ্রীবরদীর খড়িয়া কাজীরচর ইউনিয়নের খড়িয়া গ্রামের আবু তালেবের ছেলে ইসমাইল (১৮) ও সেলিমের ছেলে সাইদুল মিয়া (১৮)।

আহতদের মধ্যে ওই এলাকার সাগর (২২), মামুন (১৮), লোকমান (১৭), আরিফ (১৬), রাশেদ আলী (১৭), হাফিজুর (১৮), সাকিল (২৫) ও জুয়েলকে (১৪) আহতাবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এদিকে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই দুর্ঘটনায় নিহত ও আহতরা সবাই শিক্ষার্থী। তারা স্থানীয় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে শ্রীবরদী থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোহাম্মদ আবুল হাশেম জানান, ট্রলি চালককে আইনের আওতায় আনতে অভিযান শুরু হয়েছে। 

স্থানীয় একাধিক সূত্র জানায়, মঙ্গলবার সকালে শ্রীবরদী উপজেলার খড়িয়া গ্রামের ৩০ জন ছাত্র-যুবক লেগুনা গাড়ি করে গারো পাহাড়ের গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে বনভোজন করতে যান। পরে সন্ধ্যায় সেখান থেকে ১৫ জন শিক্ষার্থী পিকআপ ভ্যানে করে সাউন্ডবক্স  ফেরত দিতে শ্রীবরদী বাজারে যান। এ সময় সাউন্ডবক্স নামিয়ে ট্রলি দিয়ে নিজ নিজ বাড়ি ফেরার সময় দ্রুতগামী ট্রলিটি স্থানীয় কলাকান্দা-দিয়ারচর সড়কের মামদামারী এলাকায় উল্টে রাস্তার পাশে পড়ে যায়। ট্রলি থেকে লাফ দিয়ে দুই যুবক প্রাণে বাঁচলেও ১৩ জনের মধ্যে ইসমাইল ও সাইদুল মারা যান। ঘটনার পর ট্রলির চালক জুয়েল মিয়া কৌশলে পালিয়ে যান। 

জেলা সদর হাসপাতালের ইএমও ডা. হুমায়ুন আহমেদ নূর দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই দুর্ঘটনায় একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Link copied!