• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

বঙ্গোপসাগরে ১১ ট্রলারডুবি, নিখোঁজ ৩৪


পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২০, ২০২২, ১২:৪৭ পিএম
বঙ্গোপসাগরে ১১ ট্রলারডুবি, নিখোঁজ ৩৪
ছবি : প্রতীকি

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে ১৫০ জেলেসহ ১১টি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এ পর্যন্ত ৩৪ জন জেলে নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (১৯ আগস্ট) দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে এসব ট্রলারডুবির ঘটনা ঘটে।

আবহাওয়া খারাপ থাকায় এক হাজারের বেশি ট্রলার শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে।

শনিবার (২০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা ও মহিপুর আড়ত মালিক সমিতির সভাপতি রাজু আহমেদ রাজা।

জেলেরা জানান, সাগরের অস্বাভাবিক ঢেউ এবং ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারগুলো ডুবে যায়। এ সময় পাশে থাকা অন্য ট্রলারের মাধ্যমে ১১৬ জেলে উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন ৩৪ জন। উদ্ধার হওয়া জেলেরা কুয়াকাটা হাসপাতাল ও মহিপুর উপস্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

নিজামপুর কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সেলিম মণ্ডল বলেন, “সাগরে ট্রলারডুবির খবর পেয়েছি। আমাদের টহল টিম সাগরে রয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত আছে।”

Link copied!