• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ১১ জেলে নিখোঁজ


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২২, ০৭:১১ পিএম
বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ১১ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরের কক্সবাজার নাজিরারটেক চ্যানেলে মাছ ধরার ট্রলার ডুবে ১১ জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় ট্রলারে থাকা ১৮ জন জেলের মধ্যে ৭ জনকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি অবগত করেন ডুবে যাওয়া ট্রলার-মালিক জাকির হোসেনের বড় ভাই জামাল হোসেন।

জামাল হোসেন জানান, বঙ্গোপসাগর  থেকে মাছ ধরে  ফেরার পথে সাগর উত্তালের কারণে জাকির হোসেনের এফবি মায়ের দোয়া ফিশিং ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা ১৮ জন জেলের মধ্যে ৭ জনের পাওয়া গেলেও এখন পর্যন্ত ১১ জন নিখোঁজ রয়েছেন।

তথ্যটি নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, “সাগরে ট্রলার ডুবে ১১ জন জেলে নিখোঁজের বিষয়ে আমরা খবর পেয়েছি। পুলিশের একটি টিম ঘটনাস্থলে রওনা দিয়েছে। তাদের উদ্ধারে প্রক্রিয়া চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।” 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!