কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, “বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দণ্ড কার্যকর করেছে বর্তমান সরকার। আরও যারা পলাতক আছে, তাদেরও দেশে ফিড়িয়ে এনে দণ্ড কার্যকর করা হবে।”
রোববার (১৫ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা হল রুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় মন্ত্রী আরও বলেন, “বঙ্গবন্ধু কৃষির ওপর অধিক গুরুত্ব দিয়েছিলেন দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে।”
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে উপজেলা প্রশাসনের ও আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।