• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ প্রধানমন্ত্রীর


গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৪, ২০২২, ১২:১৭ পিএম
বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ প্রধানমন্ত্রীর

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।

সোমবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সুরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

এর আগে, সোমবার সকাল ৮টার দিকে গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী।  

এরপর সকাল ৮টা ৪৮ মিনিটে মাওয়া টোল প্লাজায় পদ্মা সেতুর টোল দিয়ে সেতুতে ওঠেন শেখ হাসিনা। সকাল সোয়া ৯টার দিকে তিনি জাজিরা প্রান্তে যান এবং সেখানে ফলকের সামনে কিছু সময় দাঁড়ান। এরপর কিছু সময় বিশ্রাম নেন জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়া-২-এ।

Link copied!