• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেরিঘাটে ৯ কিলোমিটার যানজট


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১, ২০২১, ১২:৩৬ পিএম
ফেরিঘাটে ৯ কিলোমিটার যানজট

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটের দৌলতদিয়া প্রান্তে সৃষ্টি হয়েছে যানবাহনের ৯ কিলোমিটার জট। নদীতে তীব্র স্রোত এবং পাটুরিয়ার ৫ নম্বর ঘাট বন্ধ থাকার ফলে এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীরা।

সোমবার (১ নভেম্বর) সকাল ৯টায় সরেজমিনে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট এলাকার প্রায় সাড়ে ৪ কিলোমিটার অংশজুড়ে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের জট রয়েছে। এছাড়া দৌলতদিয়া থেকে সাড়ে ১৩ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ের ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে সাড়ে ৪ কিলোমিটার অংশে পণ্যবাহী ট্রাক এবং কাভার্ড ভ্যানের দীর্ঘ সারি রয়েছে। প্রায় দেড় হাজারের বেশি যানবাহন অপেক্ষায় আছে ফেরি পারাপারের।

চুয়াডাঙ্গা থেকে আসা কাভার্ড ভ্যানের চালক সালাম বলেন, “রাতে ঘাট এলাকায় এলেও ফেরিতে উঠতি পারি নাই। জ্যামে আটকে আছি। আর এখানে হোটেল,বাথরুম না থাকায় আমাদের ভোগান্তি হচ্ছে।”

যশোর থেকে কাঁচা পণ্য নিয়ে আসা ট্রাকচালক মামুন হক বলেন বলেন, “রাত ১টার দিকে ফেরিঘাটে এলেও এখনো ফেরিতে উঠতে পারি নাই। ঘাটের ড্রেজিং কাজ চলায় যানজটের সৃষ্টি হয়েছে। এই ঘাটে কিছু হলেই আমাদের ভোগান্তিতে পড়তে হয়। এই নৌপথে আরও ফেরি ও ঘাটের সংখ্যা বাড়ানো প্রয়োজন।”

ফরিদপুর থেকে আগত আরেক ট্রাকচালক মাকসুদ বলেন, “এই দীর্ঘ জটে আমাদের ভোগান্তির শেষ নাই। এই নৌপথে এমন জট মাঝে মাঝেই দেখা যায়। এখানে ফেরি ও ঘাটের সংখ্যা বাড়াতে হবে।”

এদিকে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন (বাণিজ্য) জানান, এই মুহূর্তে ১৬টি ফেরি চলাচল করছে।

তবে ঘাটের বাস্তব চিত্র একবারেই উল্টো। সরেজমিনে যায়, ছোট-বড় মিলিয়ে ১৩-১৪টি ফেরি চলাচল করছে।

যানজটের বিষয়ে ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন কোনো বক্তব্য দিতে চাননি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!