ফেনী জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা চলছে। বুধবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় ফেনী পিটিআই মাঠে জেলা আওয়ামী লীগের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত আছেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। বক্তব্য দেবেন সাংসদ ও ফেনী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ আহম্মদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান ও উপপ্রচার প্রকাশনা সম্পাদক মো. আমিনুল ইসলাম আমিন।
জেলার ৬ উপজেলা ও এক পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখছেন। শুরুতে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সভা শুরু হয়।