• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬
পঞ্চম ধাপের ইউপি নির্বাচন

ফেনীতে ৫ প্রার্থী নির্বাচিত হওয়ার পথে


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২১, ০৭:০২ পিএম
ফেনীতে ৫ প্রার্থী নির্বাচিত হওয়ার পথে

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৯ জন প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছেন। তবে চেয়ারম্যান পদে একজন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২ এবং সাধারণ ওয়ার্ড হিসেবে ২ জনসহ ৫ জন একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৯ , সংরক্ষিত নারী ওয়ার্ডে ১০৯  ও সাধারণ ওয়ার্ডে ৫২৩ জন প্রার্থী হয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারী জানান, চেয়ারম্যান পদে উপজেলার কাজিরবাগ ইউনিয়নে শুধুমাত্র একজন একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তিনি হলেন ওই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কাজী বুলবুল আহম্মদ সোহাগ। এছাড়া উপজেলার ছনুয়া ইউনিয়নের সংরক্ষিত ১নং (১,২,৩) ও ৩নং (৭,৮,৯) এবং ৭নং সাধারণ ওয়ার্ডে একজন, ফাজিলপুর ইউনিয়নে ৬ নং সাধারণ ওয়ার্ডে একজন একক প্রার্থী রয়েছেন।

নির্বাচন কর্মকর্তা জানান, আগামী ১২ ডিসেম্বর মনোনয়পত্র সমূহ যাচাই বাছাই করা হবে। তখন যাচাই-বাছাইতে এ সব মনোনয়নপত্র সঠিক পাওয়া গেলে এবং ১৯  ডিসেম্বর প্রত্যাহরের তারিখে কেউ প্রত্যাহার না করলে তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হবে।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও দলীয় সূত্র জানায়, চেয়ারম্যান পদে ৩৯ প্রার্থীর মধ্যে ১২টি ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত ১২ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩ জন, ৪টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী এবং ৪টি ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী এবং ১৬ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

তাদের মধ্যে ১৯ ডিসেম্বর প্রত্যাহারের শেষ দিন জানা যাবে কতজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

৫ম ধাপের নির্বাচনে ফেনী সদর উপজেলায় চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে কাজিরবাগ ইউনিয়নে ১, পাঁচগাছিয়া ইউনিয়নে ৫, বালিগাঁও ইউনিয়নে ৪, লেমুয়া ইউনিয়নে ৩, মোটবী ইউনিয়নে ৭, ছনুয়া ইউনিয়নে ৪, কালীদহ ইউনিয়নে ২, ধলিয়া ইউনিয়নে ৩, শর্শদি ইউনিয়নে ২, ধর্মপুর ইউনিয়নে ৩, ফরহাদনগর ইউনিয়নে ৩ ও ফাজিলপুর ইউনিয়নে ২ জন প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী হয়েছেন।

এর আগে ২য়, ৩য় ও ৪র্থ ধাপের ইউপি নির্বচনে ২৯টি ইউনিয়নে ১৩ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তাদের মধ্যে পরশুরাম উপজেলায় ১, ফুলগাজীতে ৩, ছাগলনাইয়ায় ২, সোনাগাজীতে ২ এবং দাগনভূঁঞা উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ জন রয়েছেন।

৫ম ধাপে ফেনী সদর উপজেলার ১ জনসহ মোট বিনা প্রতিদ্বন্ধিতায় ১৪ জন। ফেনী সদর উপজেলায় প্রত্যাহারের শেষ দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতের সংখ্যা আরও বাড়তে পারে বলে নির্বাচন সংশ্লিষ্ট অনেকেই ধারণা করছেন।

Link copied!