ফেনীতে মোটরসাইকেল আরোহীর মৃত্যু


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১, ০১:৩৭ পিএম
ফেনীতে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ফেনীতে বালু বোঝায় পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী শাহ জালাল (৫০) নিহত হয়েছেন৷ 

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে শহরের মিজান রোডের মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজালাল শহরের আবু বক্কর সড়কের হাজী দিন মোহাম্মদের ছেলে। তিনি একজন কাপড় ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বালু বোঝায় একটি পিকআপ ভ্যান রাস্তার পাশে দাঁড়ানোর জন্য পেছনের দিকে আসছিল। এ সময় মোটরসাইকেলটি পিকআপের পেছন থেকে চাপা পড়ে। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন।

ফেনী মডেল থানার উপপরিদর্শক রবিউল ইসলাম জানান, পুলিশ পিকআপ ভ্যানটিকে আটক করেছে। তবে চালককে আটক করা যায়নি।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Link copied!