• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

ফেনীতে উগ্রবাদ প্রতিরোধে কর্মশালা


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১, ০৪:৫৮ পিএম
ফেনীতে উগ্রবাদ প্রতিরোধে কর্মশালা

ফেনীতে উগ্রবাদ প্রতিরোধে গণমাধ্যমকর্মী, সুশীল সমাজ ও ছাত্র সমাজের ভূমিকা নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন স্থানীয় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিসহ শিক্ষক-শিক্ষার্থী।

সোমবার (২৯ ডিসেম্বর) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের আয়োজনে জেলা পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন বিশেষ পুলিশ সুপার (এসবি) মো. মোয়াজ্জেম হোসেন। কর্মশালা উদ্বোধন করেন পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান।

অতিরিক্ত পুলিশ সুপার বদরুল মোল্লার সভাপতিত্বে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল ইসলাম।

উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল ইসলাম বলেন, কেউ যাতে উগ্রবাদের জড়িয়ে না পড়ে, সে জন্য সচেতনতা প্রক্রিয়া জোরদারসহ সামাজিক প্রতিরোধের মাধ্যমে মানুষকে সচেতন করা প্রয়োজন। উগ্রবাদ দমনে স্পষ্ট ধারণা প্রদানসহ সচেতনতামূলক কর্মকাণ্ডের আওতায় আনা এই কর্মশালার মূল উদ্দেশ্য।

সেমিনারে বক্তারা বলেন, বর্তমান সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতি ঘোষণা ও তা বাস্তবায়নে কঠোর নির্দেশনা প্রদান করেছে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে কিছু মানুষকে সহিংস উগ্রবাদ বা সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়ানো হয়ে থাকে। সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের লক্ষ্যে পারিপার্শ্বিক ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্মীয় সঠিক ব্যাখ্যার মাধ্যমে এসব বিপথগামী মানুষের মানসিকতা পরিবর্তন করে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনা সম্ভব। তাই এ ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এদিকে উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধি, আলেম-ওলামা, চৌকিদার-দফাদার ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে পৃথক পৃথক কর্মশালাও করা হচ্ছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!