• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২, ০৩:৩৬ পিএম
ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে ফুটওভার ব্রিজ স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। 

রোববার (২ জানুয়ারি) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের মৌচাক মাজার রোড এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘণ্টা পর হাইওয়ে পুলিশ এসে শিক্ষার্থীদের সরিয়ে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। 

মহাসড়ক দিয়ে অন্তত ১৫/২০ স্কুল ও কলেজের শিক্ষার্থী ও গার্মেন্টসের শ্রমিকসহ সাধারণ পথচারী পারাপার হয়। ফুটওভার ব্রিজ না থাকায় প্রায়ই দুর্ঘটনা শিকার হয় মানুষ। দুর্ঘটনা রোধে ও নিরাপদ সড়ক পারাপারের জন্য জরুরি ভিত্তিতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান শিক্ষার্থীরা।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, কিছু সময় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে তাদের সড়ক থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।  

 

Link copied!