• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ফরিদপুর চেম্বার অব কমার্সের সভাপতি গ্রেপ্তার


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২১, ০৩:১২ পিএম
ফরিদপুর চেম্বার অব কমার্সের সভাপতি গ্রেপ্তার

ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফসিসিআই) প্রেসিডেন্ট ও আলাউদ্দিন ট্রেডিং কোং লিমিটেডের কর্ণধার সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা এক সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

জামাল পাশা বলেন, বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দুপুরে তাকে ফরিদপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে। 

Link copied!