• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

ফরিদপুরে করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু 


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০৪:২০ পিএম
ফরিদপুরে করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু 

ফরিদপুরে করোনা উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মৃতের মধ্যে ফরিদপুরের একজন এবং গোপালগঞ্জের দুজন রয়েছেন।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ডা. সিদ্দিকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ফরিদপুরে শনাক্তের হার দ্বিগুণেরও বেশি হয়েছে। এ নিয়ে ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৯৬১। শনাক্তের হার ৩০ দশমিক ৮০।

হাসপাতাল সূত্রে জানা যায়, পিসিআর ল্যাবে শনাক্ত ৬৯ জনের মধ্যে আলফাডাঙ্গায় ১, ভাঙ্গায় ৩, বোয়ালমারীতে ২, নগরকান্দায় ৯, মধুখালীতে ৭, সদরপুরে ১, সালথায় ১ এবং ফরিদপুর সদরে ৪৫ জন রয়েছেন। বাকি চারজনকে শনাক্ত করা হয়েছে র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে। 

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান বলেন, “করোনা ডেডিকেটেড হাসপাতালে সোমবার পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ৭৩ জন। তাদের মধ্যে করোনা শনাক্ত রোগী ৫৩ জন। নতুন ভর্তি হয়েছেন ১৯ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৫১০ জন।

Link copied!