• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ফরিদপুরের ১৩ ইউনিয়নে আ. লীগ থেকে মনোনয়ন যারা


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ০৮:২৫ পিএম
ফরিদপুরের ১৩ ইউনিয়নে আ. লীগ থেকে মনোনয়ন যারা

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফরিদপুরের মধুখালী ও সদরপুর উপজেলার ১৩টি ইউনিয়নে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে।

রোববার (৫ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

মধুখালী উপজেলার চারটি ইউনিয়নে নৌকা পেলেন যারা:

কামারখালী ইউনিয়নে মো. জাহিদুর রহমান বিশ্বাস, রায়পুর ইউনিয়নে মো. মোতালেব হোসেন মৃধা, বাগাট ইউনিয়নে মো. মতিয়ার রহমান খান ও জাহাপুর ইউনিয়নে মো. সামছুল ইসলাম (বাচ্চু) আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন।

সদরপুর উপজেলার নয়টি ইউনিয়নে নৌকা পেলেন যারা:

চর বিষ্ণুপুর ইউনিয়নে মো. আবু বক্কার সিদ্দিক, আকোটেরচর ইউনিয়নে মো. আছলাম বেপারী, নারিকেলবাড়ীয়া ইউনিয়নে কুদ্দুস দেওয়ান, চর নাছিরপুর ইউনিয়নে মিরাজ বেপারী, ভাষানচর ইউনিয়নে মঈদুল বাশার, কৃষ্ণপুর ইউনিয়নে আক্তারুজ্জামান তিতাস, সদরপুর সদর ইউনিয়নে সুশীল চন্দ্র দাস, চর মানাইর ইউনিয়নে মো. বজলু মাতুব্বর ও ঢেউখালী ইউনিয়নে মো. মিজানুর রহমান আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!