• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থী


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২১, ০৬:৫৯ পিএম
প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থী

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৪ নম্বর আওনা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. শাহীনুর রহমান শাহীন (আনারস) প্রতিপক্ষ নৌকা প্রতীকের লোকদের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে সরিষাবাড়ী প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

চেয়ারম্যান প্রার্থী শাহীনুর রহমান শাহীন অভিযোগ করেন, নৌকার প্রার্থী বেল্লাল হোসেনের লোকজন তার নির্বাচনী অফিস বেদখল, প্রচারণায় বাধা, কর্মী-সমর্থকদের হুমকি ও মারধর করছেন। তাদের হামলায় আনারস প্রতীকের তিনজন কর্মী হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার ভাইয়ের মালিকানাধীন মেসার্স চাঁন মিয়া ফিলিং স্টেশন ও ইটভাটায় দফায় দফায় ভাঙচুর ও লুটতরাজ হয়েছে।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আরও অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজন কয়েকদিন তাকে বাড়িতে অবরুদ্ধ করে রাখে। কর্মী-সমর্থকদের সহায়তায় বাড়ি থেকে বের হলেও বর্তমানে নৌকার লোকদের প্রাণনাশের হুমকিতে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন প্রভাবিত হওয়ার আশঙ্কায় তিনি প্রশাসনের জোরালো ভূমিকাসহ ভোটের দিন তিনি র‌্যাব ও বিজিবি মোতায়েনের দাবি জানান।
 

Link copied!