• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

প্রাইভেট কারের স্পিকারে মিলল ইয়াবা, যুবক আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২১, ২০২২, ০৫:৫৮ পিএম
প্রাইভেট কারের স্পিকারে মিলল ইয়াবা, যুবক আটক

কক্সবাজারের টেকনাফ পৌরসভা বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবা জব্দ এবং একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। এসময় একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলো টেকনাফের সাবরাং মুন্ডাল ডেইল এলাকার নবী হোসেনের ছেলে মো. শাহীন (১৯)।

র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার (ল অ্যান্ড মিডিয়া) মো. বিল্লাহ উদ্দিন বলেন, “শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফ পৌরসভা বাসটার্মিনাল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় প্রাইভেট কারে করে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে কিছু মাদকব্যবসায়ী। পরে র‌্যাব সদস্যরা সেখানে পৌঁছালে মাদককারবারীরা পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে একজনকে আটক করে র‌্যাব। 
আটক ব্যক্তির দেহ ও গাড়ি তল্লাশি করে চালকের সিটের ডান পাশে দরজার স্পিকার বক্সের ভিতর রক্ষিত চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”
 

Link copied!