• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রশাসনের আশ্বাসে খুলনার পরিবহন ধর্মঘট প্রত্যাহার


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: মে ৩১, ২০২২, ০৮:০৯ পিএম
প্রশাসনের আশ্বাসে খুলনার পরিবহন ধর্মঘট প্রত্যাহার

খুলনাসহ দেশের ১৮টি রুটে বুধবার (১ জুন) থেকে অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করেছে বাস মালিক-শ্রমিকরা।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সড়ক-মহাসড়কে নসিমন, করিমনসহ বিভিন্ন অবৈধ যানবাহন বন্ধের দাবিতে খুলনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতি ও বাস-মিনিবাস কোচ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছিল।

সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের জন্য সোমবার (৩০ মে) পর্যন্ত প্রশাসনকে সময় দিয়েছিল বাস মালিক সমিতি ও শ্রমিকরা। কিন্তু দাবি আদায় না হওয়ায় ১ জুন থেকে খুলনা-ঢাকা, খুলনা-মাওয়া, খুলনা-বাগেরহাট, খুলনা-যশোর, খুলনা-কুষ্টিয়া, খুলনা-সাতক্ষীরা, খুলনা-পাইকগাছা, গোপালগঞ্জ, মাদারীপুরসহ ১৮টি রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন চলাচল বন্ধের ঘোষণা দেয়। তবে পরে প্রশাসনের আশ্বাসে এ সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছে।  

খুলনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির নেতারা বলেন, “খুলনা জেলা প্রশাসক, এসপিসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বেলা ১২টা পর্যন্ত আমরা বৈঠক করেছি। বৈঠকে বুধবার থেকে মহাসড়কে নসিমন, করিমন, মাহেন্দ্রাসহ অবৈধ যানবাহন চলাচল করবে না, এমন আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসনের এমন আশ্বাসে আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!