গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে হোসনেআরা (৩৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে মারধর, শ্লীলতাহানী এবং হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৯ নভেম্বর) রাতে আহতের বড় বোন রৌশনারা আক্তার থানায় একটি অভিযোগ দায়ের করেন।
হোসনেআরা উপজেলার শিমুলতলী এলাকার মাসুদ মিয়ার স্ত্রী।
এলাকাবাসী জানান, হোসনেআরা ও তার বড় বোন রৌশনারার সঙ্গে একই এলাকার আবুল কাশেমের জমি নিয়ে বিরোধ রয়েছে।
রোববার (২৮ নভেম্বর) সকালে হোসনেআরাকে বাড়িতে একা পেয়ে আবুল কাসেম ও তার সহযোগীরা মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন।
এসময় তার কাছ থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে হুমকি দেয় হামলাকারীরা। তার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
রৌশনারা আক্তার বলেন, “বাড়িতে একা থাকায় আমার ছোট বোন হোসনেআরার ওপর হামলা চালিয়ে শ্লীলতাহানী, লুটপাট ও হত্যা চেষ্টা চালায় কাশেমসহ ২/৩ জন লোক। এছাড়া সুযোগ পেলে অপহরণ করে তাকে ধর্ষণের হুমকি দেয় কাশেম।”
অভিযুক্ত আবুল কাশেম বলেন, “ওই দুই বোনের বাড়ির সঙ্গে আমার জমি আছে। বিদেশ থেকে এসে আমার ওই জমি দেখতে যাই। তখন তারাই আমারে মারধর করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছি।”
কালিয়াকৈর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিছুর রহমান বলেন, “এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।”