• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

প্রতীক আনতে গিয়ে ট্রেনে কাটা পরে সমর্থক নিহত


নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২১, ০৮:৫৭ পিএম
প্রতীক আনতে গিয়ে ট্রেনে কাটা পরে সমর্থক নিহত

চতুর্থ ধাপের নির্বাচনের প্রতীক আনতে গিয়ে নেত্রকোণার শ্যামগঞ্জ এলাকায় ট্রেনে কাটা পরে সমর্থক নিহত হয়েছেন। এসময় প্রার্থীসহ আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী জামাল উদ্দিন ফুটবল প্রতীক নিয়ে অটোরিকশায় নিজ এলাকায় যাচ্ছিলেন। পথে জারিয়া-ঢাকা রেলপথের পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজার এলাকায় বলাকা ট্রেনের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এসময় ওই প্রার্থীর সমর্থক সিধলা ইউনিয়নের পুনুরিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫) ঘটনা স্থলেই মারা যায়।

এ সময় ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী জামাল উদ্দিন, মুখলেছ মিয়া, জসিম উদ্দিন, কিরণ মিয়া ও সজিব মিয়া গুরুতর আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা নেত্রকোণা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নেত্রকোণার শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার অখিল চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Link copied!