কক্সবাজারের রামুতে মাদককারবারিরা প্রতিশোধ নিতে বিজিবি সদস্যদের ওপর হামলা চালিয়েছে। এতে তিনজন আহত হয়েছেন।
বুধবার (৪ আগস্ট) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধেছুয়াপালং এলাকায় এ হামলা চালানো হয়।
বিজিবির রামু ৫০ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইব্রাহিম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিজিবি বাদী হয়ে রামু থানায় মামলা দায়ের করেছেন।
আহত বিজিবির সদস্যরা হলেন নায়েক সুবেদার মাহমুদুল হক, সুবেদার সোহেল রানা ও সৈনিক শহীদুল ইসলাম। তারা সবাই রামুস্থ বিজিবির ৫০ ব্যাটালিয়ানে কর্মরত।
তাদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অপরজন গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লে. কর্নেল ইব্রাহিম ফারুক বলেন, কক্সবাজার-টেকনাফ সড়কের বিজিবির মরিচ্যা চেকপোস্টের সদস্যরা মাদক ও চোরচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছেন। এরই ধারাবাহিকতায় রামুর খুনিয়াপালং ইউনিয়নের ধেছুয়াপালং এলাকার নুর মোহাম্মদ নামের একজনকে গত ৫ মে এবং একই এলাকার কফিল উদ্দিন নামের আরেকজনকে ইয়াবাসহ আটক করে।
প্রতিশোধ নিতে বুধবার সকালে রামুর ধেছুয়াপালং এলাকায় বিজিবির টহল দলের সদস্যরা দায়িত্ব পালনের সময় আটক মাদককারবারিদের সহযোগী ও আত্মীয়-স্বজনরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা ও ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এতে বিজিবির ৩ সদস্য আহত হয়েছেন।
এ ঘটনায় বিজিবি বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে রামু থানায় মামলা দায়ের করেছেন বলে জানান বিজিবির এ অধিনায়ক।